29/03/2024 : 9:24 PM
আমার দেশকৃষি-পরিবেশ

৪২০০০ হাজার কৃষকের আত্মহত্যার তথ্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২ সেপ্টেম্বর, ২০২০:


দেশের অর্থনীতি সংকটজনক পরিস্থিতির মুখে এবং সরকারি তথ্যে আরও এক ভয়ানক চিত্র উঠে এলো দেশবাসীর কাছে। এনসিআরবি তথ্য অনুযায়ী প্রায় ৪২০০০ হাজার কৃষকের আত্মহত্যার তথ্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহলে। বিরোধীরা অভিযোগ করছে সরকার যখন আত্মনির্ভরতার কথা বলছে ঠিক তখনই দেশের অর্থনীতির মেরুদন্ড রক্ষা করছে দেশের কৃষি ব্যবস্থা এবং সেই কৃষি ব্যবস্থার দুর্বিষহ চিত্র বেশ বেমানান। সরকারি তথ্য কে সামনে রেখে সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।তিনি বলেন যেভাবে অপরিকল্পিত লকডাউন হয়েছে ঠিক তেমনিভাবে দেশের মানুষের কর্মসংস্থানের জোগাড়ের ক্ষেত্রে চরম ভাবে ব্যর্থ হয়েছে সরকার। কাজের অভাবে মানুষের আত্মহত্যার প্রবণতা বাড়ছে ঠিক তখনই দেশের রাজনৈতিক সাম্প্রদায়িক মেরুকরণ আরো তীব্রতর হচ্ছে ।

তিনি বলেন নামে দেশের সম্পদ কর্পোরেট সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে , লকডাউন কে সামনে রেখে সংসদের বাইরে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে সরকারের।তথ্য যতই চাপা দেওয়ার চেষ্টা হোক সরকারি তথ্যে ঘোষিত সরকারের কঙ্কালসার চিত্র প্রকাশ পেয়েছে। তিনি অভিযোগ করেন লক ডাউনে যখন শিল্পপতিদের আর্থিক প্যাকেজ দেওয়া হচ্ছে ঠিক তখনই কৃষকদের , শ্রমিকদের কাজ হারানোয় আত্মহত্যার পথ নিচ্ছে। ২০১৯ এর এই তথ্য অর্থনীতির সংকট তুলে ধরছে। তিনি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানালেন তার টুইট বার্তায়।

Related posts

‘অন্যভাবে সক্ষম ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য কেন্দ্র’ গোয়ালিয়রে

E Zero Point

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কামাল খান

E Zero Point

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

E Zero Point

মতামত দিন