29/03/2024 : 3:39 PM
ট্রেন্ডিং নিউজ

মনোময়ের মনের কথা-১ | হে মোর দুর্ভাগা দেশ !

মনোময় ঘোষ

” এই তো সেদিন , সে কী পৈশাচিক চিৎকার ঘাটে ঘাটে !”

যুবকেরা কেউ টিপ্পনী কাটছে : বুড়োটার এটা ছিল সাত নম্বরের মাগী ! তখন বয়স্ক মানুষদের লিঙ্গ ভেদে, মাগী বা মিঙসে বলা হতো ! জীবিত একটা মানুষ পুড়ছে , জড়ো হয়ে যত খুড়তুতো , পিসতুতো , মাসতুতো , মানুষেরা চিৎকার করে চলেছে : জয় সতী ! জয় সাধ্বী !
হ্যা , এখনও সাধ্বী রূপ কানোয়ারেরা স্বেচছায় ‘ সতী হন ‘ !
সে সব দিনে , দু- একজন অবশ্য বাঁচবার জন্য মরিয়া চেষ্টা করতো , কিন্তু তাদের ধরে এনে , ঠেঙিয়ে চিতায় তুলে দেওয়া হতো ! করুন চোখে সেই সতীর বেঁচে থাকা মা কি অসহায় বাপ দেখে যেত ! আজ কারোর অজানা নয় , সে সব কি ভাবে, কাহারা বন্ধ করে ছিলেন !
( হে মোর দুর্ভাগা দেশ ! ) ।

 

Related posts

Durga Puja 2022 জয়পুরে পুজো হয় পটের মূর্তিতে

E Zero Point

অসহায় বিচারব্যবস্থা ও সাধারণ মানুষ

E Zero Point

ইউটিউব প্লেলিস্ট এ প্রচুর পরিমাণে ভিডিও ডাউনলোড করতে চান? কি করবেন জানুন বিস্তারিত

E Zero Point

মতামত দিন