26/04/2024 : 11:07 AM
খেলা

ইউএস ওপেন থেকে শীর্ষ বাছাই কারোলিনার বিদায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর, ২০২০:


ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই কারোলিনা প্লিসকোভা। চেক প্রজাতন্ত্রের এই তারকাকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন ফ্রান্সের কারোলিনে গার্সিয়া।

দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তৃতীয়স্থানের কারোলিনাকে ৬-১, ৭-৬ গেমে হারান পঞ্চামতম র‍্যাঙ্কিংধারী প্লিসকোভা।

কারোলিনাই ছিলেন এবারের ইউএস ওপেনের র‍্যাঙ্কিংয়ের সবার ওপরের খেলোয়াড়। কেননা এক নম্বর র‍্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি ও দুই নম্বর র‍্যাঙ্কিংধারী রোমানিয়ার সিমোনা হালেপ করোনার কারণে টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করেননি।

কারোলিনাকে হারানো গার্সিয়া চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির মুখোমুখি হবেন।

এদিকে, নারী এককে দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন চতুর্থ বাছাই জাপানের নওমি ওসাকা। মাত্র ৬৯ মিনিটের লড়াইয়ে ইতালির ক্যামিলা গিওর্গিকে ৬১, ৬-২ গেমে হারিয়ে দেন ২০১৮ সালে সেরেনাকে হারিয়ে টুর্নামেন্টটির চ্যাম্পিয়নস হওয়া এই তারকা।

দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার।

Related posts

গ্রামীণ যুবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা

E Zero Point

অনুর্দ্ধ ১৬ টি-২০ ক্রিকেটে জয়লাভ করল গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাব

E Zero Point

দেখে নিন কোন স্টেডিয়ামে খেলা হবে জাতীয় গেমস

E Zero Point

মতামত দিন