26/04/2024 : 9:22 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নতুন শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল, বিক্ষোভ পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ৪ সেপ্টেম্বর ২০২০:


নতুন শিক্ষানীতির বিরুদ্ধে শুক্রবার  সমুদ্রগড় বাজারে মিছিল ও বিক্ষোভ দেখালেন পূর্বস্থলী-১  ব্লকের ছাত্র-যুব, শিক্ষক ও শিক্ষানুরাগীরা।    নিখিলবঙ্গ প্রাথমিক  শিক্ষক সমিতি,   ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে   সমুদ্রগড় রেল স্টেশনে জমায়েতের পর মিছিল  শুরু হয়।   এলাকা পরিক্রমা করার পর সমুদ্রগড় বাজারে  বিক্ষোভ  প্রদর্শন করা হয়।   বক্তব্য রখেন — নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাধেশ্যাম দাস,  সুজয় প্রসাদ সাহা,  ছাত্রনেতা  সৃজন বসাক প্রমূখ।  উপস্থিত ছিলেন সীতানাথ বসাক,  কার্তিক দাস অমলেন্দু বিশ্বাস সহ  গনতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ববৃন্দ।  বক্তারা বলেন– নতুন শিক্ষা নীতির মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে মেরুকরণের ঘৃণ্য রাজনৈতিক আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যাতে শিক্ষা ব্যবস্থার মুক্তচিন্তাকে  অবরুদ্ধ করে দিয়ে সাম্প্রদায়িকতার বাতাবরণ ছড়িয়ে নিজেদের রাজনৈতিক লক্ষ্যে পৌঁছানো যায়।  এই সরকারের  নয়া শিক্ষানীতি কার্যকর করার মধ্য দিয়ে আদতে সকলের জন্য শিক্ষার স্লোগানকে দূরমুস করেছে।  এর একটাই উদ্দেশ্য শিক্ষার কেন্দ্রীকরণ,  বেসরকারিকরণের পথে শিক্ষা ব্যবস্থাকে  নিয়ে  যাওয়া।  পুঁজিবাদের জিম্মায় শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণ  মূল লক্ষ্য ।  কেন্দ্রীয় সরকার আরএসএসের ভাবনাচিন্তাকে সূক্ষ্মভাবে শিক্ষাব্যবস্থায় ঢুকিয়ে দেবার চেষ্টা করছে।  ইউজিসি,  এআসিটিই-র মত উচ্চশিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থাগুলি তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।  তাই  সমাজের সর্ব স্তরের মানুষকে সংঘটিত করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

Related posts

গান্ধীজয়ন্তীতে বৃক্ষরোপন কর্মসূচি ভাতারে

E Zero Point

সাত সকালে যুবতীর মৃতদেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

আত্মহত্যা নয়, খুন হয়েছিল মেমারির গৃহবধূ

E Zero Point

মতামত দিন