26/04/2024 : 2:14 PM
আমার দেশটলি-বলি-কলি-হলি

বিহার নির্বাচনকে ঘিরে বিজেপির পোস্টারে সুশান্ত সিং রাজপুত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৬ সেপ্টেম্বর, ২০২০:


চলতি বছরের শেষেই বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন। এর মধ্যে করোনাভাইরাস আর পরপর দুই দফা বন্যায় বিপর্যস্ত রাজ্যটির মানুষ।

অথচ করোনা ও বন্যা থেকে বিহারের ক্ষমতাসীন জেডিইউ ও বিজেপির জোট সরকারের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু।

বলিউড তারকার আত্মহত্যার বিষয়টিকেই প্রচারণার হাতিয়ার বানিয়েছে গেরুয়া শিবির।

শনিবার বিহারে বিজেপির সংস্কৃতি মোর্চার একটি পোস্টার প্রকাশ করা হয়, যাতে উঠে আসেন সুশান্ত।

সুশান্তের ছবিসহ পোস্টারে লেখা রয়েছে ‘তোমাকে ভুলছি না,  ভুলতে দেব না।’ একই সঙ্গে লেখা ‘জাস্টিস ফর সুশান্ত’ স্লোগানও।

৩০ হাজার কপি এমন পোস্টার ছাপিয়ে রাজ্যের নানান জায়গায় ছড়িয়ে দেয়া হয়। বিজেপি নেতাদের গাড়িতে এ পোস্টার শোভা পাচ্ছে।

এখানেই শেষ নয়, সুশান্তের মৃত্যুকে হাতিয়ার বানাতে ‘জাস্টিস ফর সুশান্ত’ লেখা মাস্কও প্রকাশ করেছে বিজেপি। ইতিমধ্যে প্রায় ৩০ হাজার মাস্ক বিতরণও করা হয়েছে।

এভাবে পোস্টার ও মাস্ক নিয়েই ভোট প্রচারে নেমেছেন বিজেপি নেতা-কর্মীরা। সুশান্তের প্রতি বিহারের মানুষের আবেগকেই পুরোদমে কাজে লাগাতে উঠেপড়ে লেগেছে ক্ষমতাসীন দলটি।

সুশান্ত সিং রাজপুতের পরিবার আদতে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা হলেও তার বেড়ে ওঠা পাটনা শহরে। ১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর সামনে আসতেই তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে পাটনার কারগিল চকে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক মানুষ।

রাজ্যবাসীর অনুভূতির কথা মাথায় রেখেই সুশান্তকে প্রচারের সামনে রেখেছে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারসহ বিজেপি ও জেডিইউ নেতারা।

Related posts

রেস্তোরাঁয় আর যেতে হবে না! টিভির পর্দায় জিভ ঠেকালেই পাওয়া যাবে খাবারের স্বাদ !

E Zero Point

সীমান্ত নিরাপত্তা বাহিনী সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন

E Zero Point

কেন্দ্র রাজ্যগুলিকে ১৫ কোটির বেশি টিকার ডোজ বিনামূল্যে সরবরাহ করেছে: প্রধানমন্ত্রী

E Zero Point

মতামত দিন