26/04/2024 : 9:38 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নতুন আঙ্গিকে শিক্ষক দিবস

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর, ২০২০:


বর্তমানে করোনার আবহে সবকিছুই প্রায় থমকে, কিন্তু তা বলে শিক্ষক দিবস বন্ধ হয়ে যাবে ! এটা কি হতে পারে ?
তাই কালনা কলেজের বিএড বিভাগের ২০১৯ – ২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এক অভিনব উপায়ে শিক্ষক দিবস আয়োজন করেছে। ভার্চুয়ালি গগুল মিটে সকলে একত্রিত হয়ে নাচ , গান, আবৃত্তি, শ্রুতি নাটক সব মিলিয়ে সুন্দর এক লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের সমস্ত শিক্ষকদের এবং সকল অভিভাবকদের আমরা জানায় শুভ শিক্ষক দিবস।

কালনা কলেজের অধ্যক্ষ ডঃ তাপস সামন্ত মহাশয় এবং বিএড বিভাগের প্রধান ডঃ অভিষেক ভট্টাচার্য মহাশয় এবং কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা গন তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Related posts

জমিয়তে উলামার বৃক্ষরোপন কর্মসূচী

E Zero Point

বর্ধমানের রায়ানে বাবার হাতে ছেলে খুনঃ মেমারি থানার পুলিশের হাতে গ্রেপ্তার

E Zero Point

মঙ্গলকোটে তৃণমূলের শহীদ সম্মান ও প্রতিবাদ মিছিল

E Zero Point

মতামত দিন