25/04/2024 : 9:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুরপশ্চিম বর্ধমান

কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে বিমান পরিষেবা পুনরায় চালু হলো

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, দূর্গাপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২০:


পশ্চিম বর্ধমান জেলার অণ্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে আজ অর্থাৎ সোমবার থেকে আবার বিমান উড়ল। ঠিক ১৭২ দিন বা প্রায় ৬ মাস পরে দূর্গাপুর- মুম্বাই ও দূর্গাপুর-চেন্নাইের মধ্যে বিমান সেবা আবার আরম্ভ হল। বিমান বন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা জানান, আপাততঃ সপ্তাহে তিনদিন সোমবার, বুধবার ও শুক্রবার বিমান উড়বে। একইভাবে চেন্নাই থেকে বিমান দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে দুপুুর ২ টা ৫ মিনিটে। দূর্গাপুরে তা পৌঁছাবে বিকেল ৪ টা ৩০ মিনিট নাগাদ। ঐ একই বিমান দূর্গাপুর থেকে ছাড়বে বিকেল ৫ টা ১০ মিনিটে। চেন্নাই পৌঁছাবে ৭ টা ৩৫ মিনিট নাগাদ।

দূর্গাপুর- মুম্বাই বিমান দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে সকাল ১১ টা ১০ মিনিটে। দূর্গাপুরে তা পৌঁছাবে দুপুর ১ টা ৫৫ মিনিট নাগাদ। ঐ একই বিমান দূর্গাপুর থেকে ছাড়বে দুপুর ২ টা ৫৫ মিনিটে। মুম্বাই পৌঁছাবে ৫ টা ২০ মিনিট নাগাদ।

Related posts

জেলায় আবার বাড়লো সংক্রমণ – শুধু মেমারিতে ৫৯ – জেনে নিন কোথায় কতজন আক্রান্ত হয়েছে

E Zero Point

হাতুড়ে চিকিৎসকের বাড়িতে ডাকাতিঃ ৬ জনকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ

E Zero Point

অভিযোগ জানিয়েও কাজ হয়নি, গ্রামবাসীরা নিজেরাই রাস্তা সারাই করলেন ভিটাসিনে

E Zero Point

মতামত দিন