01/02/2023 : 8:50 AM
বিদেশ

নেপালে টানা বৃষ্টিতে ভূমিধস, মৃত ১২

নেপালে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২১ জন।

রবিবার নেপাল-চীনের তিব্বত সীমান্তের সিন্ধুপালচোক জেলার বারাভিস এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি বলেন, ভূমিধসে  ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২১ জন। এ ছাড়া উত্তর-পশ্চিমে দুজনের মৃত্যু হয়েছে।

এ কর্মকর্তা আরও জানান, ভোর হওয়ার আগেই এ ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে খবরে বলা হয়েছে।

চলতি বছর ভূমিধসের ঘটনায় বারবার সংবাদ শিরোনাম হয় সিন্ধুপালচোক জেলা। অন্তত ১৭ বার ভূমিধসের ঘটনা ঘটেছে সীমান্ত জেলাটিতে। ২০২০ সালে ভূমিধসের ঘটনায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে।

Related posts

সরে দাঁড়ালেন টিকটক প্রধান

E Zero Point

প্রয়াত হলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত

E Zero Point

করোনাকে জয় বিশ্বের ২ কোটি মানুষের

E Zero Point

মতামত দিন