26/04/2024 : 2:49 PM
আমার দেশশিক্ষা

জাতীয় শিক্ষা নীতি ২০২০ রূপায়ণের জন্য সরকার একাধিক উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৪ সেপ্টেম্বর, ২০২০:


এনইপি ২০২০ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করার পর চূড়ান্ত হয়েছে। জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী এই নীতি রূপায়ণের জন্য প্রয়োজন একাধিক উদ্যোগ এবং প্রক্রিয়া, যাতে বিভিন্ন সংস্থার সংযোগ ও সমন্বয় প্রয়োজন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এই নীতি সঠিকভাবে রূপায়ণের জন্য চিঠি দিয়েছে। শিক্ষা মন্ত্রক ৮-২৫ সেপ্টেম্বর শিক্ষাপর্বের আয়োজন করছে। সেখানে বিভিন্ন বিষয় এবং জাতীয় শিক্ষা নীতি রূপায়ণ নিয়ে আলোচনা হবে। মন্ত্রক রাজ্যপাল, উপরাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে। উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় শিক্ষা নীতির ভূমিকা নিয়ে এই সম্মেলন। এতে রাজ্যের রাজ্যপালরা, কেন্দ্রশাসিত উপ-রাজ্যপালরা, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নেন। জাতীয় শিক্ষা নীতি নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের আগ্রহ, ইতিবাচক দৃষ্টিভঙ্গী বহু আলোচিত হয়েছে। লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানালেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

Related posts

দেশে গবেষণার অনুকূল ব্যবস্থা আরও শক্তিশালী করতে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন

E Zero Point

শ্রী গুরু তেগ বাহাদুরজির আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধা নিবেদন- প্রধানমন্ত্রী

E Zero Point

দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলির ক্ষতির পরিমাণ প্রায় ৯০ হাজার কোটি টাকা

E Zero Point

মতামত দিন