26/04/2024 : 9:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দুর্গাপুজো নিয়ে দশ দফা নির্দেশিকাঃ মেমারি থানা প্রাঙ্গণে প্রশানিক বৈঠক লাইভ

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৪ সেপ্টেম্বর ২০২০:


গোটা রাজ্যের সাথে মেমারি থানা প্রাঙ্গণে বসে এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রী জানান করোনা বিধি মেনেই হবে বাঙালির প্রাণের উৎসব। আজ নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দশ দফা নির্দেশিকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ৫০,০০০ টাকা করে দেওয়া হবে প্রতিটি ক্লাবকে। গতবছর ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোভিড পরিস্থিতিতে তা দ্বিগুণ বাড়ল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বিদ্যুৎ দেওয়া হবে ২৫ শতাংশ ছাড়। সিইএসসি ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের বিলে এই ছাড় পাওয়া যাবে।

দশ দফা নির্দেশিকা
১. প্যান্ডেল খোলামেলা করতে হবে৷ মণ্ডপের চারপাশ খোলা রাখতে হবে৷ চারপাশ ঘেরা থাকলে মণ্ডপের ছাদ খোলা রাখতে হবে যাতে হাওয়া চলাচল করতে পারে এবং সংক্রমণের আশঙ্কা কমে৷

২. দর্শনার্থীদের এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক৷ মাস্ক না পরলেও নাক, মুখ ঢেকে রাখতে হবে৷ পুজো উদ্যোক্তা এবং পুলিশের উদ্যোগে মণ্ডপে মাস্ক রাখতে হবে, যাতে কারও কাছে মাস্ক না থাকলে তাঁকে মাস্ক দেওয়া যায়৷

৩. মণ্ডপের অনেকটা আগে থেকেই দর্শনার্থীদের স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ মণ্ডপের ভিতরে ভিড় এড়াতে প্রবেশ এবং বেরনোর আলাদা পথ রাখতে হবে৷ ভিড় এড়াতে ব্যারিকেড, দাগ দিয়ে মানুষ দাঁড়ানোর জায়গা চিহ্নিকরণের ব্যবস্থা করে দিতে হবে৷

৪. বেশি সংখ্যক স্বেচ্ছাসেবক রাখতে হবে৷ এদের জন্য মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড দিতে হবে৷ পুলিশকর্মী যাঁরা পুজোর সময় দায়িত্বে থাকবেন, তাঁদেরকেও পর্যাপ্ত সংখ্যক মাস্ক, স্যানিটাইজার এবং সুরক্ষা সরঞ্জাম দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

৫. অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সিঁদুরখেলাতেও ভিড় এড়াতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী৷ ছোট ছোট দলে ভাগ করে অঞ্জলির আয়োজন করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী৷ ফুল, বেল পাতা বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী৷

৬. প্রসাদ বিতরণে ভিড় এড়াতে হবে৷ আবাসনের পুজোতেও এই নির্দেশিকা মানতে হবে৷ একই সময়ে সবাই সিঁদুরখেলায় অংশ না নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে সিঁদুরখেলার অনুরোধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

৭. বিসর্জনেও বেশি মানুষ নিয়ে যাওয়া যাবে না৷ পাশাপাশি একই এলাকার সব পুজোর বিসর্জনও একদিনে হবে না৷ ঘাটগুলিকেও স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

৮. পুজোর সময় আলাদা করে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না৷ অতিরিক্ত ভিড় এড়ানোর জন্যই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

৯. উদ্বোধনী অনুষ্ঠানও সংক্ষিপ্ত রাখার জন্য নির্দেশ দিয়েছেন  মুখ্যমন্ত্রী৷

১০. মুখ্যমন্ত্রী আরও বলেন, পুরস্কার দেওয়ার জন্য যে বিচারক বা প্রতিনিধি দল  মণ্ডপে মণ্ডপে আসেন, তাঁদের একসঙ্গে দু’টির বেশি গাড়ি যেন মণ্ডপ চত্বরে প্রবেশ না করে৷ ভার্চুয়াল মাধ্যমে মণ্ডপ দেখে পুরস্কার দেওয়ার অনুরোধ করেন তিনি৷ এ বার বিশ্ব বাংলা পুরস্কারও ভার্চুয়ালি দেওয়া হবে৷ পুরস্কার দেওয়ার জন্য বিচারকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টের মধ্যে মণ্ডপগুলিতে যাবেন৷ যে কোনও মূল্যে যাতে ভিড় এড়ানো যায়, সেই অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী৷

Related posts

শতাধিক ছাত্রছাত্রী নিয়ে শিক্ষক দিবস পালন

E Zero Point

শ্রাবণ মাসের প্রথম সোমবারঃ ভক্তদের মধ্যে সামাজিক দূরত্ব উধাও

E Zero Point

আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে বেসরকারি কলেজ

E Zero Point

মতামত দিন