27/04/2024 : 10:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান কাটোয়া রোডে এলাকাবাসীর অবরোধ

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, বর্ধমান, ২৮ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া রোডের উপর বিজয়রামের কালীতলা মোড়ে সোমবার বেহাল সড়ক সারিয়ে দেওয়ার দাবিতে ফের সরব হলেন বাসিন্দারা। রাস্তা সারাইয়ের দাবি নিয়ে গত বৃহস্পতিবারও রাস্তা অবরোধ করেছিলেন এলাকাবাসী। সোমবারও প্রায় ঘন্টা দু’য়েক অবরোধ চলার পর পুলিশ গিয়ে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। অবরোধের ফলে বিভিন্ন রুটের বাস সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে।

বছর দেড়েক আগে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও, বর্ধমান ঢোকার মুখে বাজেপ্রতাপপুর থেকে দেওয়ানদিঘি পর্যন্ত রাস্তা মাটি খুড়ে ফেলে রাখা হয়েছে। দুটো বর্ষা চলে গেলেও রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের কোনও উদ্যোগ দেখতে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতে গোটা রাস্তার কোথাও কোথাও হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা লেগেই রয়েছে। তাই আজ এক প্রকার বাধ্য হয়েই পথ অবরোধ করলেন এলাকাবাসীরা।

Related posts

রাজ্যপালকে দিয়ে দলীয় রাজনীতি করছে বিজেপিঃ শুভময় বসু

E Zero Point

মেমারিতে ৫ বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করলেন না, কিন্তু কেন? নাম প্রত্যাহারের আসল কারণ কি?

E Zero Point

মেমারিতে নেতাজীর আবক্ষমূর্ত্তি উন্মোচন

E Zero Point

মতামত দিন