25/04/2024 : 6:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনাদনঘাটপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১১ অগাষ্ট ২০২১:


বর্ধমান মেডিকেল কলেজের সার্জারি হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু। তিনতলার ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। তার নাম শেখ মোবারক হোসেন। বাড়ি নাদনঘাটে। তার বাবা শেখ হাফিজুল ইসলাম জানিয়েছেন; তাদের জানানো হয়েছিল ছেলে সিরিয়াস অবস্থা। এসে দেখেন মৃত। তাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে। তার দেহে আঘাতের চিহ্ন দেখার দাবি পিতার।


এ মাসের ১৫ আগস্ট কাউন্সেলিং এর পর তার হাউসস্টাফ হিসেবে কাজ শুরু করার কথা।
তার বাবা জানান; তার সাথে একটি মেয়ের ছবি ফেসবুকে দেখেছেন। বিয়ে দিতে তার আপত্তি নেই ছেলেকে জানিয়েছিলেন। গত পরশু শেষ কথা হয়েছে। এই কান্ডে বাকহীন তারা।

মৃতের মামা জানিয়েছেন; কারো সাথে শত্রুতার খবর তাদের কাছে ছিল না। এক সহপাঠী গ্রামে খবর দেন। ভোরে এসে তারা এই দৃশ্য দেখে হতবাক। একটি মেয়ের সাথে দু বছর আগে সম্পর্ক হয়েছিল।পরে মোবারক বাড়িতে জানায় ওর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে। তাদের দাবি এর তদন্ত হোক। আত্মহত্যা নয়। ঘাড়ে আঘাতের চিহ্ন দেখেছেন তারা। এটা পরিকল্পিত খুন সন্দেহ তাদের।

Related posts

আত্মহত্যা নয়, খুন হয়েছিল মেমারির গৃহবধূ

E Zero Point

২৩৩ তম জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা মেমারিতে

E Zero Point

আজ পূর্ব বর্ধমান জেলায় ১৯ জন করোনা আক্রান্ত

E Zero Point

মতামত দিন