06/05/2025 : 11:42 PM
আমার দেশ

২০২০-২১ অর্থবর্ষে লক্ষ্য পূরণের বিবরণ পেশ করে ভারত সরকারের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর রাষ্ট্রায়ত্ত পিএফসি সংস্থার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২৯ সেপ্টেম্বর, ২০২০:


কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার ফিনান্স কর্পোরেশন বা পিএফসি ২০২০-২১ অর্থবর্ষে লক্ষ্য পূরণের বিস্তারিত বিবরণ পেশ করে ভারত সরকারের সঙ্গে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর করেছে। এই সমঝোতাপত্রে ভারত সরকারের হয়ে স্বাক্ষর করেন বিদ্যুৎ দপ্তরের সচিব শ্রী সঞ্জীব নন্দন সহায় এবং পিএফসি-র হয়ে সংস্থার সিএমডি শ্রী আর এস ভিঁলো।

ভারত সরকার কর্মকান্ড-ভিত্তিক বিভিন্ন সূচকের ভিত্তিতে, যেমন – কাজকর্ম পরিচালনা ক্ষেত্রে রাজস্ব সংগ্রহের অংশ হিসাবে মুনাফা, সংস্থার গড় মূলধন প্রভৃতি অনুযায়ী ৩৬ হাজার কোটি টাকার এক উচ্চাকাঙ্খী রাজস্ব সংগ্রহের লক্ষ্য স্থির করেছে।

রাষ্ট্রায়ত্ত পিএফসি বিগত বছরগুলিতে কাজকর্মের ক্ষেত্রে নজির সৃষ্টি করেছে। সেই প্রেক্ষিতে ভারত সরকারের সংস্থা-ভিত্তিক রেটিং বা মাপকাঠি রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে উল্লেখযোগ্য কাজকর্মের ক্ষেত্রে এক প্রামাণিক সাক্ষ্য বহন করছে।

Related posts

পঞ্চদশ অর্থ কমিশনের অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের বৈঠক আগামীকাল

E Zero Point

কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষির আমূল পরিবর্তনে লোকসভায় আজ পেশ হল তিনটি বিল

E Zero Point

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন