28/03/2024 : 4:31 PM
বিহার বিধানসভা নির্বাচন 2020

বিজেপি-জেডিইউ জোটের জয় অবশ্যম্ভাবীঃ দেবেন্দ্র ফড়ণবিশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্কবিহার, ৩০ সেপ্টেম্বর, ২০২০:


মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচন মুখপাত্র দেবেন্দ্র ফড়ণবিশ মঙ্গলবার হঠাৎ রাজরাপ্পায় পৌঁছান| সেখানে তিনি মা ছিন্নমস্তিকা মন্দিরে পূজো দেন| ফড়ণবিশ বোরিয়া আশ্রমে গিয়ে বোরিয়া বাবা ওরফে হরেরাম আচার্যের সঙ্গে বন্ধ ঘরে কথাবার্তা বলেন এবং পূজাও করেন| বিহারে নির্বাচন দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিহারের নির্বাচনী মুখপাত্র রূপে দেবেন্দ্র ফড়ণবিশের রাজরাপ্পায় আসা বেশ গুরুত্বপুর্ণ বলে অনেকেই মনে করছেন| বোরিয়া আশ্রমে সবার আড়ালে পূজা করার পর মনে করা হচ্ছে যে তিনি বিহারের নির্বাচনে বিজেপি এবং জেডিইউ এর জোটের জয়ের জন্য প্রার্থনা করতে এসেছিলেন| অবশ্য মহারাষ্ট্রে সম্ভাবিত পরিবর্তনও তাঁর উদ্দেশ্য হতে পারে|

Bihar
Bihar

পূজা দেওয়ার পর দেবেন্দ্র ফড়ণবিশ বলেন, বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ জোটের জয় অবশ্যম্ভাবী। আমরা বিহারে পুনরায় সংখ্যা গরিষ্ঠের সরকার গঠন করব| বিহারের নির্বাচনে আমাদের জোটের জয়লাভের কামনা নিয়ে মাতা ছিন্নমস্তিকার দরজায এসেছি| তবে তিনি কৃষি বিল এবং দুদিন পূর্বে মহারাষ্ট্রে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো মন্তব্য করেন নি।

Related posts

বিহার বিধানসভা নির্বাচন ২০২০ তে ‘মুখ্যমন্ত্রী’ পদের লড়াইয়ে নীতীশকে চ্যালেঞ্জ দিতে পারেন কারা

E Zero Point

বিহার বিধানসভা নির্বাচন: আজ থেকে প্রথম পর্বের জন্য মনোনয়ন

E Zero Point

তিন দফায় ভোট বিহারে

E Zero Point

মতামত দিন