18/04/2024 : 11:16 AM
বিহার বিধানসভা নির্বাচন 2020

বিহার বিধানসভা নির্বাচন ২০২০ তে ‘মুখ্যমন্ত্রী’ পদের লড়াইয়ে নীতীশকে চ্যালেঞ্জ দিতে পারেন কারা

জিরো পয়েন্ট নিউজ ডেস্কবিহার, ১ অক্টোবর, ২০২০:


বিহারে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বিহারে করোনার আবহে দেশের প্রথম নির্বাচন হতে চলেছে। করোনার জেরে এবারে বিহারের ভোট প্রচার পাল্টালেও ভোট গণিত একই খাতে এগিয়ে যাচ্ছে। এমন এক পরিস্থিতিতে বিহার বিধানসভার সিংহাসন দখলে মাঠে নেমেছে সব রাজনৈতিক দলই। তাই দেখা যাক এবার বর্তমান মুখ্যমন্ত্রী ও  এনডিএর মুখ্যমন্ত্রীপদের মুখ নীতীশ কুমারকে ‘কুর্সি’র লড়াইতে কারা চ্যালেঞ্জে ফেলতে চলেছেন।

Bihar
Bihar

নতুন মুখঃ পুষ্পম প্রিয়া চৌধুরি বিহারের রাজনৈতিক ময়দানে নতুন নাম পুষ্পম প্রিয়া চৌধুরি। ২০২০ সালে তাঁর পার্টি ‘প্লুরালস পার্টি’ পা রাখছে ভোট ময়দানে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী পুষ্পম বিহারে নতুন ভাবনার রাজনৈতিক শক্তি নিয়ে হাজির। তিনিও মুখ্যমন্ত্রী পদে নীতীশকে চ্যালেঞ্জ দিতে তৈরি হচ্ছেন।

দলিত মুখঃ বহু কাঠখড় পোড়ানোর পর বিহারের দলিত শিবিরের নেতা জিতেন রাম মাঝি এনডিএর হাত ধরেছেন। হিন্দুস্তানি আওয়াম মোর্চার এই নেতা ১৯৮০ সাল থেতকে বিহারে দলিত ভোট সমর্থনের একটি মুখ।

হেভিওয়েট চ্যালেঞ্জঃ বিহারে জোট অঙ্ক এখনও সেভাবে সুস্থির পর্যায়ে যায়নি। তবে তারই মাঝে এলজেপির রামবিলাস পাসওয়ানের নাম উঠে আসতে শুরু করেছে বিহার নির্বাচন ঘিরে। বিহার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে নীতিশকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বলে জল্পনার পারদ চড়ছে।

চেনা বিরোধী মুখঃ বিহার নির্বাচনে নীতীশ কুমারের বিরুদ্ধে চেনা বিরোধী মুখ লালুপুত্র আরজেডি নেতা তেজস্বী। বিহারের রাঘোপোর বিধানসভা আসন থেকে ২০১৫ সালে জয়লাভ করে গোবলয় রাজনীতিতে ছাপ ফেলেন তেজস্বী। এবারের বিহার নির্বাচনে তিনিও রয়েছেন বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে।

Related posts

বিজেপি-জেডিইউ জোটের জয় অবশ্যম্ভাবীঃ দেবেন্দ্র ফড়ণবিশ

E Zero Point

বিহার বিজেপি নেতাদের আজ দিল্লিতে বৈঠক, প্রার্থীদের নাম চূড়ান্ত করা হতে পারে

E Zero Point

তিন দফায় ভোট বিহারে

E Zero Point

মতামত দিন