30/04/2024 : 2:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে ৩০ জন পুরোহিত তৃণমূলে যোগদান

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৬ অক্টোবর, ২০২০:


আজ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি  রাসবিহারী হালদার  ও জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা রাজ্য এস.সি, ও.বি.সি সেলের সভাপতি  উজ্জল প্রামাণিক, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক এর হাত থেকে দলীয় পতাকা ধরে ৩০ জন পুরোহিত তৃনমূল কংগ্রেস দলে যোগদান করেন।
রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি  কোহিনুর মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি খাদ্য কর্মাধ্যক্ষ  মেহেবুব মন্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক  দেবনারায়ণ গুহ, বর্ধমান ১ নং ব্লকের তৃনমূল কংগ্রেস সভানেত্রী  কাকলি তা, বর্ধমান ২ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি  অম্বিকা যশ, পূর্ব বর্ধমান জেলার কিসান ক্ষেতমজুর সেলের কার্যকরী সভাপতি  খালেক খন্দকার, বর্ধমান ২ নং ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ মহসীন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি  মানবরায়, সম্পাদক অনুপ প্রামানিক, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, সহ-সভাপতি  মহম্মদ হাবিব, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি  মানস ভট্টাচার্য, বর্ধমান ১ ও ২ নং ব্লকের সাংগঠনিক সকল নেতৃবৃন্দ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সভ্যসাচি চৌধুরী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল, গৌরাঙ্গ লাল বসু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অম্বিকা দাস, ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেন মুখার্জী, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি হারা মাস্টার, ব্লক মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী লিপি মল্লিক, রেনু দে, ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ জাহাঙ্গীর, বিশ্বজিৎ মন্ডল, ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জয়দেব ব্যানার্জি, আজাদ রহমান, অভিজিৎ মন্ডল, সুরোজ সোনার, গোপাল বিশ্বাস, স্বাধীন কোনার সুদীপ্ত মাজিলা, ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নেতা অর্ণব দত্ত, ভিক্টর ব্যানার্জি, মন্টু রায়, সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য সদস্যা ও প্রধান গন উপস্থিত ছিলেন।

Related posts

অমানবিকতার চরম নিদর্শনঃ সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার রেল লাইনের ধারে

E Zero Point

বার কাউন্সিল কে স্মারকলিপি ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চে’র

E Zero Point

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন