26/04/2024 : 12:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে রেশনের দুর্নীতি নিয়ে উত্তাল গ্রামবাসী

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৬ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাহাচান্দা গ্রামে রেশনের মাল কম দেয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল। গ্রামবাসী রেশন ডিলার কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ চাল ও আটা প্রত্যেক গ্রাহকের তিন কিলো করে কম দিচ্ছে রেশন ডিলার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ।

অবিলম্বে রেশন ডিলারের বিরুদ্ধে সরকারিভাবে তদন্ত হোক গ্রামের মানুষের দাবি। সবমিলিয়ে রেশনের দুর্নীতিতে উত্তাল হল মাহাচান্দা গ্রাম।

অপরদিকে রেশন ডিলারের মালিক শেখ আজগর আলী জানান, গত মাসে মেশিনের গোলমাল থাকায় যে পরিমান মাল এসেছিল তার হিসেব ঠিকঠাক মিলাতে পারিনি।  গত মাসের বেশকিছু গ্রাহকের কাছে মাল বেশি গিয়েছিল তাই এবারে তাদেরকে কম দিচ্ছি।

ভাতার ব্লক খাদ্য দপ্তর আধিকারিক এলে এবং তিনি আশ্বাস দিলে তবেই বিক্ষোভকারীরা বিক্ষোভ ওঠে।

Related posts

তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিতে যাওয়া বাইক আরোহীর মৃত্যু

E Zero Point

বিশ্ব নবী দিবস পালনে মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

তৃণমূল যুব নেতা নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি বাগিলায়

E Zero Point

মতামত দিন