29/03/2024 : 11:24 AM
আমার বাংলাজামালপুরপূর্ব বর্ধমান

বিদ্যাসাগর ভবন এর উদ্বোধন জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ – আহাম্মদ মির্জা, জামালপুর, ১৭ অক্টোবর, ২০২০:


বনবিবিতলা উচ্চ বিদ্যালয় ( উঃ মাঃ ) এ জামালপুর পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্যে একুশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ব্যয়ে একটি দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন এবং জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানডলি নন্দী। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহকারী শাখা প্রবন্ধ শাহজাহান বাবু এবং সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড জামালপুর শাখার আধিকারিক তারক বাবু এবং কো-অপারেটিভ সুপারভাইজার শংকর বাবু। ব্যাঙ্কের আধিকারিক বৃন্দ সম্মিলিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের অন্যতম শিক্ষানুরাগী প্রয়াত জয়নাল আবেদিন এর পুত্র সেখ রফিকুল আহমেদ। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপস্থিতিতেই সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত উদ্বোধন সুচারুভাবে সম্পন্ন করা হলো। উক্ত উদ্বোধনে শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান নভেম্বর মাসে মরহুম জয়নাল আবেদিনের স্মৃতির উদ্দেশ্যে এলাকাবাসীর জন্য একটি ” জয়নাল আবেদিন পরিস্রুত পানীয় জল প্রকল্প ” এর উদ্বোধন করা হবে এবং একটি স্যানিটারি ন্যাপকিন প্যাড ভেন্ডিং মেশিন বসানো হবে। এই দুটি প্রকল্পের দাতা  রফিকুল আহমেদ।

Related posts

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ, আটক-১

E Zero Point

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ প্রয়াত চিন্ময়ের পরিবারের পাশে

E Zero Point

আন্দোলনের চাপে ১০০ দিনের কাজ শুরু

E Zero Point

মতামত দিন