19/04/2024 : 9:59 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমানপূর্বস্থলী

অনাথ শিশুদের নিয়ে দুর্গাপুজো মন্ত্রী স্বপন দেবনাথের

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২২ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগরে শারদ উৎসব ও শিশু মেলা এবছর কুড়ি বছরে পদার্পণ করল। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ অনাথ এবং দুস্থ শিশুদের নিয়ে ২০০০ সালে এই পুজোর প্রথম প্রচলন করেছিলেন। তারপর ওই এলাকায় গড়ে উঠেছে অনাথ ও বৃদ্ধাশ্রম। প্রতি বছর অনাথ আশ্রমের বাচ্চারাই এই পুজোর উদ্বোধন করেন। মন্ত্রী পুজোর চারদিন অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমে থাকা মানুষজনের সাথেই দিন কাটান। প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নানান রকম ব্যবস্থা থাকে এই এলাকায়। কিন্তু এ বছর করোনা পরিস্থিতিতে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো রকম হচ্ছে না। এর পাশাপাশি এবছর দামোদর পাড়ার অনাথ ও বৃদ্ধাশ্রমে নতুন করে দুর্গোৎসব আরম্ভ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

Related posts

মেমারিতে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা

E Zero Point

রাজ্যের ২৫ হাজার নিধিরামরা আজো লড়াই করে যাচ্ছে

E Zero Point

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল

E Zero Point

মতামত দিন