19/04/2024 : 6:35 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

অষ্টমীর সন্ধ্যায় কোভিড প্যানডেমিক পরিস্থিতির সামাজিক যোদ্ধাদের সম্মান জ্ঞাপন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া,  ২৫ অক্টোবর, ২০২০:


গত কয়েক মাস ধরে শুধুমাত্র মনের জোরকে সম্বল করে লড়ে চলেছে এ দেশ।লড়ে চলেছে অচেনা শত্রু আর অজানা ভবিষ্যতের বিরুদ্ধে। স্বাস্থ্যকর্মী, পুলিশ,সাংবাদিক,চাকুরীজীবি, ব্যবসায়ী, কৃষক-শ্রমিক সব্বাই লড়ে চলেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটা লড়ে যাচ্ছে। দেশ তথা এলাকা কে সচল রেখেছেন এমন বেশ কিছু মানুষ কে মহা অষ্টমীর সন্ধ্যায় সম্বর্ধনা জ্ঞাপন করা হল মাতৃ সংঘ ব্যবসায়ী সমিতির উদ্যোগে, মা দুর্গা পূজা কমিটির পূজামণ্ডপে। শনিবার সন্ধ্যার এই অনুষ্ঠানে এদের সহযোগী ছিলেন লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের সেকেন্ড এ.এন.এম দিদি হামিদা বিবি,এলাকার আশাকর্মী মনিকা আচার্য, পার্বতী ঘোষাল ও রুপালি কর্মকার।পান্ডুয়া থানার পক্ষে সন্তোষ তালুকদার, নিমাই সিং।লায়ন ডিস্ট্রিক্ট 322C1 এর জন চেয়ারপারসন লায়ন মানিক চন্দ্র দাস। লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সভাপতি লায়ন মুন্সী হাসান, সম্পাদক লায়ন সৌরিশ মন্ডল সহ এলাকার বহু বিশিষ্ট জনেরা।

Related posts

বার্ধক্য ভাতা না পেয়ে চরম বিপাকে আদিবাসী বৃদ্ধা

E Zero Point

মানুষের দাবীঃ হোক কবরস্থানের পাঁচিল

E Zero Point

বর্ধমানের সকল ট্রাফিক অফিস ও আউটপোস্ট বিনামূল্যে স্যানিটাইজেশন

E Zero Point

মতামত দিন