13/09/2024 : 4:33 AM
আমার বাংলাদক্ষিণ ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বিসর্জনের রাতে চলল পরপর গুলি

জিরো পয়েন্ট নিউজ – বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা, ২৭ অক্টোবর, ২০২০:


দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা আকড়া জগন্নাথ নগর মিস্ত্রীপাড়ায় সোমবার গভীর রাতে রাস্তার ধারে মিটার বক্স কে মদ্যপ অবস্থায় লাথি মারা কে কেন্দ্র করে বচসা শুরু হয়। তার প্রতিবাদ করে কার্তিক নস্কর বলে এক যুবক এর বেশ কিছুক্ষণ পরে মিঠু অধিকারী তার দলবল নিয়ে হাতে বন্ধুক ও বোম নিয়ে কার্তিক নস্কর এর বাড়ি চরয়া হয় ।প্রথমে এলাকায় বোম চার্জ করে এরপরে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় মিঠু অধিকারী ও তার দলবল। অজান্তে এক রাউন্ড গুলি খোল এসে শুভাশিস বড়ুয়া নামে এক যুবকের লাগে চোখের পাশে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মাটিতে। ঘটনাস্থলে তড়িঘড়ি আসে মহেশতলা থানার পুলিশ। গুলি খুলে আহত যুবককে উদ্ধার করে প্রথমে আকড়া হাসপাতাল ও পরে বিদ্যাসাগরের নিয়ে যায়। গুলির আঘাতে সাত থেকে আট টা সেলাই হয় বলে জানা। ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার সকালে মহেশতলা থানার পুলিশ। মূল অভিযুক্ত মিঠু অধিকারী সহ সাতজনকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোল তিনটি উদ্ধার করে।

ওই গুলিবিদ্ধ যুবক কার্তিক নস্করের আত্মীয় বিসর্জনের রাতে কার্তিকের বাড়িতে ঘুরতে আসে বলে জানা যায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। রাতে পুলিশ পিকেট বসানো হয় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ।

Related posts

বিধায়ক স্বপন দেবনাথের উপস্থিতিতে দুর্গাপুজো নিয়ে বৈঠক

E Zero Point

বিধানসভা ভোট কে সামনে রেখে বিজেপি প্রার্থীর সমর্থনে ভাতার বাজারে রোড শো

E Zero Point

চাকুরীর প্রলোভন দিয়ে গৃহবধূর কে ধর্ষণের অভিযোগ উঠল মামা শ্বশুরের বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন