26/04/2024 : 2:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

ভারত বাংলাদেশ সীমান্তে ১৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ৩১ অক্টোবর, ২০২০:


মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গী থানা এলাকায় গত রাতে একটি গোপন সূত্রে খবর পেয়ে ভারপ্রাপ্ত অধিকারিক উৎপল কুমার দাস ও সঙ্গে পুলিশ বাহিনী জলঙ্গী সাগরপাড়া রাজ্য সড়কের উপর ঘোষপাড়া অঞ্চলের ভূতগাড়ি মাঠে নাকা চেকিং করার সময়। একটি বোলেরো পিকআপ ভ্যান সহ চালককে আটক করে।
পিকআপ ভ্যানে তল্লাশীতে ৩ টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে যাতে ১৫০০ বোতল ফেনসিডিল ভর্তি ছিলো। প্রতিটি বস্তায় ৫০০ টি বোতল ছিল বলে পুলিশ সূত্রে খবর।

মোঃ শরিফুল মন্ডলকে আটক করে। জলঙ্গীর থানা এলাকায় তার বাড়ি।জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চালক তার অপরাধ স্বীকার করে বলেছিলেন যে তিনি করিমপুর, নদিয়ার কাছ থেকে কথিত নিষিদ্ধ জিনিসপত্র কিনে নিয়েছিলেন এবং সাগরপাড়ায় তাদের সক্রিয় সদস্যদের ডেলিভারি দেওয়ার জন্য তিনি একাই জিনিস নিয়ে যাচ্ছিলেন। শনিবার সকালে বহরমপুর বিশেষ আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের পুলিশ হেফাজত চেয়েছেন ।

Related posts

থ্যালাসেমিয়া শিশুকে রক্ত দিল তরুণী

E Zero Point

নিজেকে নিজেই বাঁচানোর নির্দ্দেশিকা পত্র বিলি কালনা পৌর এলাকায়

E Zero Point

ধারালো অস্ত্রের আঘাতে জখম মেমারির গৃহবধূ

E Zero Point

মতামত দিন