02/05/2024 : 2:59 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রযুক্তির যুগেও প্রকাশিত হাতে লেখা শারদ সংখ্যা

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩১ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী এক নম্বর ব্লকের সংশক্তি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে হাতেলেখা শারদ সংখ্যার ম্যাগাজিনের ম্যাগাজিনের উদ্বোধনে হাজির রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন কালনার পুরাতন বাসস্ট্যান্ডের তৃণমূলের এক পার্টি অফিসে এই শারদ সংখ্যায় প্রকাশিত হয়। সংশক্তি সংস্থার তরফে জানানো হয় নিজেদের মনের সাংস্কৃতিক ভাবনাকে ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ সংস্থার তরফে। পাশাপাশি লকডাউনের সময় তখন প্রিন্টেড ম্যাগাজিন প্রকাশ করা একদম অসম্ভব হয়ে পড়েছিল, সেই সময় মাথায় এই ভাবনা। আর তাই হাতে লেখা ম্যাগাজিন এই প্রথম প্রকাশিত করা হয়। মানুষের সাড়া পাওয়া গেলে আরও একাধিক ম্যাগাজিন তৈরি করে মানুষের মধ্যে বিক্রয়ের ব্যবস্থা করা হবে। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন কালনা বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষকরা।

Related posts

পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের

E Zero Point

মেমারিতে চুণী কাপ ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

ধারালো অস্ত্রের আঘাতে জখম মেমারির গৃহবধূ

E Zero Point

মতামত দিন