24/04/2024 : 3:45 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

রাজ্য সড়কের উপর রণগ্রাম সেতুর পরিদর্শনে জেলাশাসক

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১ নভেম্বর, ২০২০:


কান্দি বহরমপুরে ১১ নম্বর রাজ্য সড়কের দারকা নদীর উপর অবস্থিত ব্রিটিশ আমলের রণগ্রাম সেতু দুর্বল হয়ে পড়ার কারণে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র ছোট গাড়ি ও বাইক চলাচল করছে রনগ্রাম সেতুর উপর দিয়ে, এর ফলে বিচ্ছিন্ন হয়েছে কান্দি মহকুমা সহ বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে সঙ্গে মুর্শিদাবাদ জেলার যোগাযোগ, রনগ্রাম ব্রিজ এর পাশে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা রনগ্রাম সেতুর পরিদর্শন আসেন। কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারদের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন।রনগ্রাম ব্রিজ এর পাশ দিয়ে নতুন ব্রীজ নির্মান যাতে দ্রুত সম্পন্ন হয় এ বিষয়ে তিনি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন।

Related posts

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ

E Zero Point

গ্রামীন চিকৎসকদের সাধারণ সভা

E Zero Point

গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন