25/04/2024 : 4:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পালসিটে পুলিশ-সিপিআইএম কর্মীদের বচসাঃ মেমারিতে ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৬ নভেম্বর ২০২০:


৭ দফার দাবীর ভিত্তিতে আজ সারা ভারত জুড়ে চলেছে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আজ বামকর্মীরা সকালে পালসিট ষ্টেশনে প্রথমে রেল অবরোধ এবং পরে হাইওয়েতে পথ অবরোধ করে।

অবরোধের সময় রাস্তা বিশাল জ্যাম লেগে যাওয়ায় মেমারি থানার পুলিশ অবরোধ তুলতে এলে সিপিআইএম কর্মীদের সাথে বচসা শুরু হয়। এই সময় বর্ধমান সদর এরিয়া কমিটির সম্পাদক জহর দত্তকে পুলিশ মারধর করে বলে সিপিআইএম-এর পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।

পরে শান্তিপূর্ণ আলোচনার পর সিপিআইএম সমর্থকরা অবরোধ তুলে নেন।

অন্য দিকে মেমারি পৌর শহরে সাধারণ মানুষ ও ব্যবসাদার দের মধ্যে ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

মেমারি কৃষ্ণবাজারে দোকান পাট পুরোপুরি বন্ধ থাকলেও ষ্টেশনবাজার, বামুনপাড়া মোড়, নিউ মার্কেট, হাসপাতাল মোড়, চকদিঘী মোড়ে অধিকাংশ দোকান বাজার খোলা ছিল। বনধের সমর্থনে আজ সিপিআইএম এক মিছিল করে মেমারি শহরে।

Related posts

আবাস যোজনায় দুর্ণীতির রুখতে ডেপুটেশন মেমারিতে

E Zero Point

গ্রামীণ এলাকাতেও ধর্মঘটের প্রভাব

E Zero Point

মালদা জেলা ক্রীড়াঙ্গণে বসন্ত উৎসব

E Zero Point

মতামত দিন