26/04/2024 : 4:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

খোলাবাজারে আলুর দাম কমতেই ২৫ টাকার আলু কেনার ভিড় উধাও ভাতার কৃষক বাজারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৫ ডিসেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কৃষিমাণ্ডিতে শনিবার খোলাবাজারে আলুর দাম কমতেই, সরকারি সহায়ক মূল্য ২৫ টাকা কেজি দরে আলু কেনার ভিড় কমতে শুরু করল।এদিন ভাতার কৃষিমাণ্ডিতে আরএমসি দফতরের কাউন্টারে দেখা যায় ২৫ টাকা কেজি দরে আলু কেনার জন্য লাইন নেই।মাত্র ২ থেকে ৩ জন দাড়িয়ে রয়েছেন।জানা যায় এদিন খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে বাছাই করা আলু বিক্রি হচ্ছে।তাই সরকারি কাউন্টারে আলু কেনার ভিড় কমে গিয়েছে।

গ্রাহকরা জানান, খোলাবাজারে আলু কম দামে পাচ্ছি এবং আলু বাছাই করে কিনতে পারছি। কিন্তু কৃষক বাজারে সরকারি সহায়ক মূল্য আমাদেরকে বাছাই করে কিনতে দিচ্ছে না ।তাই খোলাবাজার থেকে আলু কিনছি।

Related posts

করোনাকালে বৈশাখী উৎসব কমিটির মানবিক মুখ

E Zero Point

মালদা বিধানসভা কেন্দ্রে আবারো ভাঙ্গন বিজেপিতে

E Zero Point

জামালপুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে ধান বীজ বিতরণ

E Zero Point

মতামত দিন