24/04/2024 : 9:08 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল গোবরডাঙ্গা হিন্দু কলেজ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১১ ডিসেম্বর, ২০২০:


বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির হিন্দু কলেজে ডেপুটেশনকে কেন্দ্র করে আজ উত্তাল হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার ন্যাকে বিশেষভাবে সম্মানিত গোবরডাঙ্গা হিন্দু কলেজ।খবরে প্রকাশ, দীর্ঘদিন ধরে এবিভিপি তেমনভাবে গোবরডাঙ্গা হিন্দু কলেজ এর দাঁত বসাতে পারছিল না।রাজ্যে বিধানসভা নির্বাচনের বাজনা বাজার প্রাক্কালে বিজেপির ছাত্রসংগঠনটি গোবরডাঙ্গা হিন্দু কলেজ ও তার কর্তৃত্ব কায়েম করার জন্য মরিয়া হয়ে ওঠে।আজ বেশ কিছু দাবিকে সামনে রেখে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি হিন্দু কলেজে প্রবেশ করে।শাসক দলের পক্ষ থেকেও এর পাল্টা প্রতিরোধ করা হয়।

খুব দ্রুত দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং শেষ পর্যন্ত তা মারামারিতে পৌঁছোয়।এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।এই ঘটনায় কলেজের বেশ কিছু সম্পত্তি এবং স্টাফের বাইক ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।এই ঘটনায় এলাকার অভিভাবক সমাজ এবং বিদগ্ধ সমাজ উদ্বেগ প্রকাশ করেছেন।বিজেপির পক্ষ থেকে বিনা প্ররোচনায় তাদের শান্তিপূর্ণ ডেপুটেশনের উপর আক্রমন করা হয়েছে বলে অভিযোগ করা হলেও শাসক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে।কলেজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেবার জন্য বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই দাবি করেছে।

Related posts

মায়ের হাত থেকে জাতীয় পুরস্কার গ্ৰহণ মেমারির মেয়ে দিগন্তিকার

E Zero Point

মঙ্গলকোটের নতুনহাটে করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

E Zero Point

২০০ বছরের পুরনো কালী পূজা পশ্চিম বর্ধমানে

E Zero Point

মতামত দিন