29/03/2024 : 5:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলী থেকে সোনা লুটকারীদের গ্রেপ্তার করে চেন্নাই নিয়ে গেল পুলিশ

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১১ ডিসেম্বর, ২০২০:


চেন্নাই কাজ করতে গিয়ে চেন্নাই থেকে ৮৫০ গ্রাম সোনা নিয়ে পালিয়ে এসেছিল পশ্চিমবঙ্গের তিন যুবক। চেন্নাইয়ের গুন্ডি থানায় অভিযোগের ভিত্তিতে, পূর্বস্থলী থানার সারাংপুর এলাকা থেকে বসিরুল শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পূর্বস্থলী থানার পুলিশ।

তাঁর কাছ থেকে ৩৬৪ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিকরা। তাঁকে আজ কালনা আদালতে তোলা হলে চেন্নাইয়ের গুন্ডি থানার পুলিশ তাকে চেন্নাইয়ের উদ্দেশে নিয়ে যায়।

পূর্বস্থলী থানার পুলিশ সূত্রে খবর পশ্চিমবঙ্গের বাসিন্দা বশিরুল শেখ, প্রসেন মণ্ডল, সরবিন্দু সর্দার তিনজন মিলে ৮৫০ গ্রাম সোনা ওইখান থেকে লুট করে নিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। কিছুদিন আগে স্বরবিন্দু সরদারকে গ্রেপ্তার করে চেন্নাই নিয়ে যায় গুন্ডি থানার পুলিস। এরপর গতকাল বশিরুলকে ও গ্রেপ্তার করে আজ কালনা আদালতে পাঠানো হয়, সেখান থেকে চেন্নাই এর গণ্ডি থানার পুলিশ তাকেও নিয়ে যায় চেন্নাইয়ের উদ্দেশে।

Related posts

সমুদ্রগড় অঞ্চলের বিজয়া সম্মেলন

E Zero Point

চন্দননগরের কন্টেনমেন্ট জোনগুলি খতিয়ে দেখলেন পৌর প্রশাসক স্বপন কুন্ডু

E Zero Point

নেতাজির স্মরণে মনুমেন্ট তৈরি হবে রাজারহাটেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন