06/05/2025 : 9:54 PM
আমার বাংলা

পথ দুর্ঘটনায় আহত বালিকা বধূ আদ্রিজা

জিরো পয়েন্ট নিউজ রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৫ জানুয়ারি ২০২১:


ভারতীয় প্রাত্তন ফুটবল প্লেয়ার বিদেশ বসুর পারিবারিক শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে আসার পথে গাড়ি দুর্ঘটনায় জখম হলেন টিভি সিরিয়ালের শিশুশিল্পী আদ্রিজা মুখার্জী সব পরিবারের ৬ জন।
ঘটনাটি ঘটে গত ১৪ জানুয়ারি হুগলির জেলার নাটাগড় এলাকায়, হটাৎ গাড়ির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি জমি তে নেমে যাই ,আহত হয়েছেন মৌমিতা মুখার্জী, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে , রিতা দে, ইঙ্গিত মুখার্জী,আদৃজা মুখার্জী। স্থানীয় বাসিন্দারা দেখে তাদের গাড়ির কাঁচ ভেঙ্গে উদ্ধার করে ,কালনা সুপারস্পেস্যালিটি হাসপাতালে নিয়ে আসে,সেখানে চিকিৎসা শুরু হয়।
জানা যায় ছোট পর্দার শিশু শিল্পী অদ্রিজা মুখার্জি বালিকা বধূ সিরিয়াল এর মুখ্য চরিত্রে অভিনয় করে পাশাপাশি খিরকি শৈশব ,মহাপীঠ তারাপীঠ এর অভিনয় করেছে।

Related posts

মহিলাকে কটুক্তি ও কুপ্রস্তাবঃ মেমারিতে গ্রেপ্তার ১

E Zero Point

মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ বর্ধমানে

E Zero Point

২৩ কেজি গাঁজা উদ্ধার পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন