24/04/2024 : 4:10 AM
আমার বাংলা

সাধারণ মানুষকে সংবিধানের গুরুত্ব ও কার্যকারিতা জানাতে হবে

দেবাশীষ মজুমদার


রাজনীতি শব্দটার অর্থ অনেক গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে,এই বিষয়ে কোন সন্দেহ নেই।কিন্তু বর্তমানে রাজনীতি মানে আতঙ্ক,হতাশাজনক এবং একটা নেগেটিভ মানসিকতার বহিঃপ্রকাশ সাধারণ মানুষের মধ্যে।তবে এই রাজনীতির মাধ্যমেই সমাজ রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়।তৈরী হয় দেশের জনগণের জন্য সমস্ত নতুন নতুন আইন।সেই সাথে তৈরী হয় শিক্ষা,স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ।একটা মানুষ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবনা চিন্তা করে তার পচ্ছন্দ মত রাজনৈতিক দলকে ভোট দেবেন।এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অর্থ,ধর্ম, পেশি শক্তির কারনে সাধারণ মানুষ তার ইচ্ছামত রাজনৈতিক দলকে ভোট দিতে পারে না।

আবার কখনো কখনো দেখা যায় কোন আসনে কোন প্রার্থীই পচ্ছন্দ মত হয়নি।সেই কারনে তারা নোটা নামক অপশনে ক্লিক করেন।তার ফলস্বরূপ ওই আসনে সংখ্যা গরিষ্ঠ যিনি ভোট পান,তিনিই নির্বাচিত হন।স্বাধীনতার এত বছর পর ও আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সমস্যা বেড়েছে ঠিকই কিন্তু সংবিধান বিষয়ে সাধারণ মানুষ অবগত হয়নি। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আবার রাস্ট্রপতি বা রাজ্যপাল কী ভাবে নির্বাচিত হন। সেটাই দেশের অধিকাংশ মানুষ জানে না।তাই ভোট প্রচারে শুধুমাত্র সংশ্লিষ্ট দলের প্রার্থী বিষয়ে কথা বলা নয়,বিরোধী দলের প্রতি বক্তব্য রাখা নয়। সাধারণ মানুষ কে জানাতে হবে সংবিধানের গুরুত্ব ও কার্যকারিতা।রাজনীতি মানে সমাজসেবা,রাজনীতি মানে সাম্য,মৈত্রী ও ঐক্য প্রতিষ্ঠিত হওয়া।

Related posts

তৃণমূলের গোষ্ঠীদ্ব‌ন্দ্বে বোমাবা‌জি এলাকায় চলল গুলি

E Zero Point

বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে আগুনে ভস্মীভূত বাড়ী, পরিদর্শনে জনপ্রতিনিধিরা

E Zero Point

মতামত দিন