29/03/2024 : 12:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ছেলের হাতে মারধর ও প্রাণনাসের হুমকি পেয়ে পুলিশ সুপারের দারস্থ বৃদ্ধা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, জামালপুর, ১৩ মার্চ ২০২১:


মেজ ছেলের হাতে মারধর ও প্রাননাসের হুমকি পেয়ে জেলা পুলিশ সুপারের দারস্থ হলেন বর্ধমান শহরের মহাজনটুলি এলাকার ওলাইচন্ডীতলার বাসিন্দা ৭৫ বছরের বৃদ্ধা আরতি সেন। ঐ বৃদ্ধা তার নিজেরই মেজো ছেলে মলয় সেন ও তার বউমা শ্যামলী সেনের বিরুদ্ধে অভিযোগ করছেন।


বৃদ্ধা আরতি দেবী জানান উনার স্বামী মারা যায় ২০০৮ সালে এবং ওনার নামেই সমস্ত সম্পত্তি সেই সম্পত্তিই অশান্তির কারন। মেজো ছেলে ও বৌমা তার ওপর অত্যাচার চালাচ্ছে সম্পত্তির জন্য। এবং বহু দিন ধরে বসতবাড়ির সম্পত্তি নিয়ে ছেলেদের সাথে মামলা চলছিলো বলে জানা গেছে। কয়েকদিন আগেই কোর্ট থেকে তার নিস্পত্তি হয়েছে বলে জানিয়েছেন বৃদ্ধার মেয়ে কেকা সেন,এমন কি এখনো তিনি মা কে দেখাশোনা করছেন বলে জানিয়েছেন।

তা সত্ত্বেও আবারও ঐ মহিলার মেজ ছেলে ৯ই মার্চ থেকে মাকে মারধর ও গালিগালাজ করছে। পাশাপাশি ঘরে জল নেয়া থেকে শুরু করে সিঁড়ি ব্যবহারে বাঁধা দিচ্ছে। বাথরুম ঘরে তালা মেরেও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এমনকি কোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছিল ঐ বৃদ্ধাকে প্রতিমাসে ১৫০০ টাকা করে দিতে হবে সেই টাকা পর্যন্ত দেয় না বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধা।

Related posts

প্রকৃতির রূপ রস সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের ভিড় লেপচা জগতে

E Zero Point

নিউটন মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

E Zero Point

ছাদ থেকে পড়ে পুলিশ কর্মীর মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

E Zero Point

মতামত দিন