29/03/2024 : 12:57 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে ফেরৎ দিল অষ্টম শ্রেণীর ছাত্র

জিরো পয়েন্ট নিউজ –অপু দেবনাথ, হলদিবাড়ি, ২৩ মার্চ২০২১:


হলদিবাড়িতে মানবতার মানবিক মুখ হিসাবে পরিচয় দিলেন অষ্টম শ্রেণীর ছাত্র বিক্রম গোপ ও তার পিতা উত্তম গোপ। হলদিবাড়ি হাইস্কুল পড়ুয়া বিক্রম গোপ পিতা উত্তম গোপ অতান্ত দারিদ্র্যতার সাথে জীবন কাটান।


উত্তম বাবুর ছেলে বিক্রম গোপ একটি মোবাইল ফোন কুড়িয়ে পায় হলদিবাড়ি সুপার মার্কেট, মোবাইল পেয়ে তিনি নিজেই বারবার সেই ফোন নিয়ে যেতে বলেন। এ দিকে দেওয়ানগঞ্জ বাসিন্দা জিয়ারুল এর হারানো ফোন বলে দাবি করলে তিনি উপযুক্ত প্রমান দিয়ে সেই মোবাইল ফোন ফেরত পেয়ে ভীষণ ভাবে খুশি। হারানো মোবাইল গ্রহীতা জানান তার মোবাইল ফোনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, মোবাইল ফেরত পাওয়ার পর বিক্রম গোপ এর পরিবারে সাথে জিয়ারুল বাবুর মধ্যে এক গভীর মিল মধুর সম্পর্ক গড়ে উঠে। তবে এমন মানুষ এখনো আছে।

Related posts

স্বর্ণকারের মৃত্যুতে শোকস্তব্ধ মেমারি

E Zero Point

ধান কাটা কে কেন্দ্র করে উত্তপ্ত পানুয়া গ্রাম, আহত ৩

E Zero Point

সমুদ্রগড় অঞ্চলের বিজয়া সম্মেলন

E Zero Point

মতামত দিন