17/09/2021 : 10:15 PM
BREAKING NEWS
IPL2021 ক্রিকেট খেলা

করোনাতঙ্ক কাটল কলকাতা নাইট রাইডার্স শিবিরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  ১ এপ্রিল ২০২১:


কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নীতীশ রানা করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা তৈরি হয় মুম্বইয়ে নাইটদের টিম হোটেলে। যদিও পরে রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে কেকেআর-এর তরফে।

১৯ মার্চ তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল, সেই রিপোর্ট নেগেটিভ আসে। নাইটদের হোটেলে যোগ দেওয়ার পর আইপিএলের নিয়মানুযায়ী ২২ মার্চ তাঁর ফের করোনা পরীক্ষা করা হয়। কোয়ারান্টিনে থাকাকালীন সেই করোনা পরীক্ষায় দেখা যায় নীতীশ কোভিড-১৯ পজিটিভ। যদিও তাঁর কোনও উপসর্গ তখনও ছিল না।

বৃহস্পতিবার ফের তাঁর করোনা পরীক্ষা করা হয়। স্বস্তির খবর এটাই, তাঁর রিপোর্ট আজ নেগেটিভ এসেছে। দ্রুতই তিনি দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবেন এবং প্রথম ম্যাচ থেকেই ম্যাচ ফিট হয়ে যাবেন বলেও আত্মবিশ্বাসী নাইট শিবির।

Related posts

জিরো পয়েন্ট লিটল ম্যাগাজিন

E Zero Point

কোয়েস ছেড়ে যাওয়ায় ইস্টবেঙ্গলে ডামাডোল

E Zero Point

থাইরয়েডে থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়

E Zero Point

মতামত দিন