17/09/2023 : 9:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

এসটিকেকে রোডে পথঅবরোধ স্থানীয়দের

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২০ এপ্রিল ২০২১: 


রাস্তার ধারে থাকা হোটেলে এসে দাঁড়ায় বড় বড় গাড়ি, আর সেই কারণে প্রায় দিনই হয় ছোট বড় দুর্ঘটনা, রাস্তার ধারের এই হোটেলগুলির কি লাইসেন্স আছে? কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না ! এই দাবি নিয়ে এদিন জাহাননগর পঞ্চায়েতের কাছে মাগনপুর মোড়ে কালনা কাটোয়া এসটিকেকে রোডে এক ঘন্টা পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা।

আজ সকালেও এক পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, অবিলম্বে পুলিশ এসেই হোটেলগুলির ব্যবস্থা করুক, এই দাবি নিয়ে এলাকার স্থানীয় বাসিন্দা ও মহিলারা মিলে পথ অবরোধ করেন। ঘণ্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়।

Related posts

পেট্রোল পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলেন ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল

E Zero Point

শুক্রবার রামনবমীর বিশাল শোভাযাত্রা মেমারিতে

E Zero Point

অপ্রত্যাশিত ভাবে বাদ পড়লেন প্রাক্তণ ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তঃ মেমারির পুরভোট সরগরম

E Zero Point

মতামত দিন