02/05/2024 : 5:20 AM
আমার দেশ

৩০০ একরের ব্রিটিশ কান্ট্রি ক্লাব কিনে নিলেন মুকেশ আম্বানি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২১:


ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব ও বিলাসবহুল গলফ রিসোর্টের মালিক এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানি। এজন্য তাকে খরচ করতে হয়েছে ৫৯২ কোটি টাকা। ৩০০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই ক্লাব।

জেমস বন্ড সিরিজের গোল্ডফিঙ্গার (১৯৬৪) ও টুমরো নেভার ডাই (১৯৯৭) সিনেমার শুটিং হয়েছিল এই স্টোক পার্কে। যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে বিলাসবহুল হোটেল ও গলফ কোর্স রিলায়েন্সের কনজিউমার অ্যান্ড হসপিটালিটি সম্পদে যুক্ত হলো বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ কান্ট্রি ক্লাবের ভেতরে বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা, খেলাধুলার সুবিধা এবং ইউরোপের অন্যতম বৃহৎ গলফ কোর্স রয়েছে। স্টোক পার্কে ৪৯টি বিলাসবহুল বেডরুম, ২৭ গর্তের গলফ কোর্স ছাড়াও ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একর বাগান রয়েছে। ১৯০৮ সাল পর্যন্ত ব্যক্তিগত আবাস হিসেবে ব্যবহার করা হতো স্টোক পার্ক।

এর আগে ২০১৩ সালে ব্রিটিশ কোম্পানি অন্যতম বৃহৎ খেলনা প্রস্তুতকারক হ্যামলেস কিনে নিয়েছিলেন মুকেশ আম্বানি।

Related posts

ChatGPTঃ সারা বিশ্বে চ্যাটজিপিটি নিয়ে আলোড়নঃ বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি বিশ্ব বদলের পথে

E Zero Point

ছবিতে দেখুনঃ কৃষকদের ডাকে আজ ভারত বনধ

E Zero Point

আদিবাসী অধ্যুষিত অঞ্চলের উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকরঃ কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা

E Zero Point

মতামত দিন