08/05/2024 : 9:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আজও পূর্ব বর্ধমানে ৪২৫ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৬ এপ্রিল ২০২১:


বিগত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমানের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ নীচে নামছে না। দেশ ও রাজ্যের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে করোনা রুগীর সংখ্যা পূর্ব বর্ধমান জেলায়। যার মধ্যে শহর বর্ধমানে প্রতিদিন ১০০ জনের উপর করোনা পজিটিভ হচ্ছে।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোনাবার  বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৪২৫ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে,  এবং আজ ৩ জনের মৃত্যু হয়েছে।

এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৬৫৮৪ জন।  সোমবার পর্যন্ত জেলায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে। ১২৭২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৩৬৬৬ জন।

জেলার বিভিন্ন ব্লক ও পৌরসভা এলকায় করোনা আক্রান্তের সংখ্যা:

আউসগ্রাম১ – ৩, আউসগ্রাম২ – ২, বর্ধমান পৌরসভা – ১৬০, ভাতার -২০, বর্ধমান১- ৩৮, বর্ধমান২- ১৬, দাঁইহাট পৌরসভা- ০, গলসী১ – ১১, গলসী২ -৩, গুসকরা পৌরসভা –  ২, জামালপুর – ১২, কালনা পৌরসভা – ১৯, কালনা১ – ৭, কালনা২ – ১৪, কেতুগ্রাম১ – ৭, কেতুগ্রাম২ – ১০, কাটোয়া পৌরসভা – ২, কাটোয়া১ – ০, কাটোয়া২ – ১, খন্ডোঘোষ – ১৪, মেমারি১ -১০, মেমারি২ – ৭, মেমারি পৌরসভা – ৬, মন্তেশ্বর-৫, মঙ্গলকোট – ৫, পূর্বস্থলী১ – ১৭, পূর্বস্থলী২ – ৭, রায়না১ – ০, রায়না২ – ১, অন‍্যান‍্য জেলা – ২৬ জন আক্রান্ত হয়েছেন।

পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য।

Related posts

গ্যাসের লরি কে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় মৃত ১

E Zero Point

ছাত্র-যুবদের জীবাণুমুক্ত কর্মসূচি পূর্বস্থলীতে  

E Zero Point

তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী বৈঠক দেবীপুরে

E Zero Point

মতামত দিন