25/04/2024 : 6:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে প্রথম বৈকালিক রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৭ এপ্রিল ২০২১:


ভোট পরবর্তীতে রক্তের ঘাটতি বেড়েছে, কোভিড আতঙ্কে ক্যাম্পের সংখ্যাও কমেছে, ঘাটতি মেটাতে i সোমবার বৈকালিক রক্তদান শিবির আয়োজিত হলো রশ্মিব্লাড ব্যাংক শিবশঙ্কর সেবা সদন, বাবুরবাগে। মোট ২২ জন রক্তদাতা রক্তদান করলেন এই শিবিরে।

প্রসঙ্গগত পল্লীমঙ্গল সমিতির সন্দীপন সরকার জানান যে, রমজান মাস চলায় অনেকেই রোজা রাখছেন, রোজা শেষ করেও অনেকে আসতে পারেন তাই সকালে না, বিকাল ও সন্ধ্যা জুড়ে এই ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পটি আয়োজন করা হয়েছে। এইবার জেলায় প্রথম বৈকালিক রক্তদান শিবিরের আয়োজন। মঙ্গলবারও সময় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা এই রক্তদান শিবির রাখা হয়েছে।

Related posts

স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন মেমারি শহরে তৃণমূল কংগ্রেসের

E Zero Point

কালনার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি

E Zero Point

ভোটের খবরঃ সরকারে এলে আমরা বিক্রী হবো না- বাম প্রার্থী সনৎ ব্যানার্জী

E Zero Point

মতামত দিন