জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩ মে ২০২১:
কালনা হসপিটাল মোড়ের সামনে হাতছাড়া হয়ে যাওয়া তৃণমূলের পার্টি অফিস পুনরুদ্ধার করল, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এ দিন সোমবার দুপুরে। বিধানসভা ভোটের আগে বিজেপির হাওয়া চলাকালীন তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর হালদার দলবদল করে বিজেপিতে যোগদান করেছিল।
তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি সেই পার্টি অফিসটি চালাতেন, এরপরই দলবদল করে বিজেপিতে যাওয়ার পরই স্বামী বিবেকানন্দ সেবা কেন্দ্র নাম দিয়ে ওই ঘরটিতে বিজেপির কার্যকলাপ চালাতেন ওই দলবদল বিজেপি নেতা। এর পরই রবিবার ভোটের ফলাফলে তৃণমূল কংগ্রেসের জয়জয়কারের পর, সোমবার দুপুরে তৃণমূল কংগ্রেস কর্মীরা ফের সেই পার্টি অফিসটিকে পুনরুদ্ধার করে তারা।
এর পরই ওই দলবদলও বিজেপি নেতার স্ত্রী বর্তমানে তিনি এখন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা, তিনি সেই পার্টি অফিসে এসে উপস্থিত হলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। পার্টি অফিস পুনরুদ্ধার করার পর তৃণমূল কর্মীরা জানান, তৃণমূলের পার্টি অফিসটি জোরপূর্বক দখল করে বিজেপি তাদের কার্যকলাপ চালাত। আমরা পুনরায় সেই পার্টি অফিসটিকে পুনরুদ্ধার করলাম।