14/03/2025 : 9:26 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পোস্টমর্টেম কর্মীর হাত থেকে সংবর্ধনা নিলেন জয়ী প্রার্থী

জিরো পয়েন্ট নিউজ রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩ মে ২০২১:


রবিবার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রার্থী তপন চ্যাটার্জী জয়ী হন। সোমবার জয়ী তৃণমূলের প্রার্থী তপন চ্যাটার্জী কালনা হাসপাতালে আসেন।

কালনা হাসপাতালে পোস্টমর্টেম কর্মী রাজা মল্লিক। রাজা মল্লিকের হাত থেকে সংবর্ধনা নিয়ে এক অভিনব নজির তৈরি করলেন তপন চ্যাটার্জী। তিনি বলেন, এই মানুষ গুলো হলো সমাজের বন্ধু, আমি সব সময় এদের পাশে আছি।

Related posts

ভাতারে পেঁপে গাছে ফলেছে পাতিহাঁস, দেখতে ভীর জনতার

E Zero Point

বর্ধমানে বেসরকারী বাস না চলায় চরম ভোগান্তিতে কর্মরত মানুষ

E Zero Point

বহরমপুর থানার মালখানায় বিস্ফোরণ জখম চার পুলিশকর্মী

E Zero Point

মতামত দিন