27/04/2024 : 1:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

করোনা আক্রান্ত আশাকর্মীর পরিবারকে বাঁচাতে দেবদূতের ভূমিকায় ডাক্তার

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২১ মে ২০২১:


পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত করোনায় আক্রান্ত।  সামনের সারির করোনাযোদ্ধা হিসাবে গুরুত্ত্বপূর্ন ভূমিকা পালন করছেন রাজ্যের আশা কর্মীরা। মারণ ভাইরাসের সাথে মোকাবিলায় একসময় এক আশা কর্মী ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়ে পড়ে।


জানা যায় আশা কর্মীটির নাম মধুমিতা বাউড়ি, তিনি পূর্ব বর্ধমান জেলার, গলসি ১ নং ব্লকের মানকরের বাসিন্দা। তাঁর পরিবারে তিনি, তার স্বামী ও এক সন্তান রয়েছে বলে জানান। মারণ ভাইরাস যখন তার গোটা পরিবারকে গ্রাস করছে, ঠিক সেই সময় তার পাশে দাঁড়ান স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বিএমওএইচ ফারুক হোসেন। পজিটিভ রিপোটের খবর পেয়েই আশা কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন তিনি।

তাঁর উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন- এর স্বাস্থ্য শাখার পুরসা ইউনিট দুই মাসের খাদ্য সামগ্রী নিয়ে পৌছে যায় ওই আশাকর্মীর বাড়িতে।  মধুমিতা দেবী জানান, বাড়িতে টাকা পয়সা না থাকায় তিনি বড়সড় সমস্যায় পড়েছিলেন।  সেই সময়েই আক্রান্ত পরিবারের হাতে চাল, ডাল সব্জি, তেল, মশলা, ফলমূল নিয়ে পাশে দাঁড়ালেন তারই হাসপাতালের কর্মীরা। এদিন সরকারী কর্মচারীদের পাশে পেয়ে ভরসা পেলেন।


ডাক্তার ফারুক হোসেন বলেন, “ওই আশাকর্মী যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছেন ততদিন তারা ওই পরিবারটিকে সব রকম সহযোগিতা করবেন”।

Related posts

বিশ্বখ্যাত কন্যাশ্রী দিবস পালন খন্ডঘোষে

E Zero Point

বর্ধমান রেল স্টেশনে প্রায় ৩৫০ জন দুঃস্থকে মধ্যাহ্ন ভোজন

E Zero Point

থৈপাড়া প্রিন্স ক্লাব ও পান্ডুয়া থানার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব

E Zero Point

মতামত দিন