24/04/2024 : 5:20 PM
অন্যান্য

রেড ভলানটিয়ারসদের ট্রেনিং-এ মেডিকেলের ডাক্তার

জিরো পয়েন্ট নিউজ – এস. নূরুল, কান্দি, ২ জুন ২০২১:


সোমবার কান্দি মহকুমা এ বি টিএ অফিসে বিকেল পাঁচ টায় কান্দি রেড ভলানটিয়ার্স দের এক কর্মশালা হয়ে গেল। প্রশিক্ষণ দিতে প্রধান ভূমিকায় ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডাক্তার অরিজিৎ মন্ডল। প্রধানত অংশ নেয় এ বি টি এ, ডিওয়াইএফআই, এসএফআই, এ বি পি টি এ থেকে গড়া ২৫ জন বাছাই করা সদস্য যারা একেবারে মাঠে নেমে কাজ করছে।

তাদের কে ডাক্তারবাবু ,পালস অক্সিমিটার, পি পি কিট, অক্সিজেন এর ব্যবহার, কোভিড আক্রান্ত ব্যক্তিদের সাথে কিভাবে স্বাস্থ বিধি মেনে সহযোগিতা করা যায়, নিজেদের নিরাপত্তা বজায় রাখা ইত্যাদি বিষয়ে হাতে কলমে শিক্ষা দেন।

এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডাক্তার বাবুর সাথে বহরমপুর রেড ভলেন টিয়ার্স এর একজন ও ছিলেন।কান্দি এরিয়া কমিটির সম্পাদক স্বরূপ মুখার্জী বলেন,”আমাদের লাল বাহিনী সাফল্যের সাথে কাজ করছে।এমন কিছু বিষয়ে আজ তাঁরা ডাক্তার বাবুর কাছে জ্ঞান পেলেন যাতে তাদের কাজের যেমন সুবিধা হলো পাশাপাশি মানসিক দিক থেকেও উদ্দীপ্ত হলো।”

অংশ গ্রহন কারী এস এফ আই জেলা সদস্য রেড ভলানটিয়ার প্রীতম রুজ বলেন,”আজ আমরা অনেক জ্ঞান পেলাম এবং সাহস পেলাম।ডাক্তার অরিজিৎ বাবু অসাধারণ ভাবে বোঝালেন।আমরা ওনার কাছে কৃতজ্ঞ।”

এ বি টি এ নেতা বিপুল চক্রবর্তী বলেন,” মেডিকেল কলেজের ডাক্তার অরিজিৎ বাবু যে ভাবে সময় দিয়ে প্রশিক্ষণ দিলেন তাতে ছেলেদের অনেক উপকার হলো।তারা আমাদের এলাকার মানুষের দরকারে দ্বিগুন উৎসাহে ঝাঁপিয়ে পড়বে।ডাক্তার বাবুকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।”

উল্লেখ্য যে ডাক্তার অরিজিৎ মন্ডল মহাশয় ও মুর্শিদাবাদ এস এফ আই এর জেলা কমিটির প্রাক্তনী।

Related posts

পূর্ব বর্ধমানের জেলা শাসকের নির্দেশ ছাড়া কোন খাদান থেকে বালি তোলা যাবে না

E Zero Point

করোনা ভাইরাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ -ডাঃ মহম্মদ মেহবুব এলাহী, গুয়ান্ঝাও সিটি, চীন

E Zero Point

আপনার বাচ্চা কি প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে?

E Zero Point

মতামত দিন