01/10/2023 : 2:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে দলে ফেরানো যাবেনা এই দাবিতে বর্ধমানে বিক্ষোভ অব্যাহত

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ জুন ২০২১:


বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাংসদ সুনীল মণ্ডল দল পরিবর্তন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটের ফলাফলে বিজিপির চূড়ান্ত পরাজয় হওয়ার দলত্যাগী অনেক নেতা তৃণমূলে ফিরতে চাইছেন।

এই ফেরার তালিকায় সুনীল মণ্ডল আছেন বলে মনে করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সুনীল মণ্ডল কে তৃণমূলে ফেরানো যাবে না এই দাবিতে গতকাল জামালপুর ব্লকের জৌগ্রাম এর পোস্টারও পড়েছে।

সেদিনও ওই একই দাবিতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দলত্যাগি তৃনমুল সাংসদ সুনীল মন্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা। বৃষ্টির মধ্যেই জামালপুরের আবুঝহাটি ২গ্রাম পঞ্চায়েতের সামনে আবুঝহাটি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জবা কিস্কু ও উপপ্রধান সমর পালের উপস্থিতিতে পোষ্টার হাতে‌বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস কর্মীরা।

তৃণমূল রাজ্য নেতৃত্বের কাছে আবেদন বেইমান সুনীল মণ্ডল কে যাতে পুনরায় দলে না নেয়া হয় দাবি তৃণমূল কর্মীদের। সুনীল মণ্ডল দলে ফিরতে চাইলে এখন দেখার তৃণমূল রাজ্য নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন।

Related posts

আজ রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানেঃ মঙ্গলকোটে ৫ জন পজিটিভ

E Zero Point

রক্তদানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বার্তা মন্ত্রী স্বপন দেবনাথের

E Zero Point

সাতগেছিয়া পথদূর্ঘটনায় মৃত্যু এক মহিলার

E Zero Point

মতামত দিন