29/03/2024 : 1:38 AM
আমার দেশ

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বিদ্যুতের রূপান্তর ও কার্যকারিতা নিয়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রী আর কে সিং পর্যালোচনা বৈঠক করেছেন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৭ জুন ২০২১:


কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী আর কে সিং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বিদ্যুৎ ক্ষেত্রে রূপান্তর ও তার কার্যকারিতা নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।
এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে বাতাসে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হাস করার জন্য সর্বক্ষেত্রে শক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা।


শ্রী সিং, বায়ু দূষণ সৃষ্টিকারী ক্ষেত্র যেমন, যানবাহন, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বিদ্যুৎ কেন্দ্র গুলির উপর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে তিনি রোশনী প্রকল্পের উপর গুরুত্বারোপ করেন। যে প্রকল্পের মাধ্যমে সারা দেশ জুড়ে শক্তি সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হচ্ছে। তিনি দূষণ ক্ষেত্র গুলি থেকে দূষণের পরিমাণ কমিয়ে আনার বিষয়ে জোর দেন।


বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রকের অধীন ব্যুরো অফ এনারজি এফিশিয়েন্সিকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উচ্চপর্যায়ের এই পর্যালোচনা বৈঠকে বিদ্যুৎ মন্ত্রক ছাড়াও অন্যান্য মন্ত্রক ও বিভাগের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ মন্ত্রকের সচিব শ্রী অলক কুমার বাতাসে কার্বন ডাই অক্সাইডের দূষণ কিভাবে কমানো যায় সে বিষয়ে আলোচনা করেন।

Related posts

রাস্তার হকারদের ব্যবসায়িক ও ডিজিটাল লেনদেনের জন্য ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা দেওয়া হবে : প্রধানমন্ত্রী

E Zero Point

চতুর্দশ ভারত-সিঙ্গাপুর প্রতিরক্ষা নীতি সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা

E Zero Point

১০২ বছর বয়সে প্রয়াত রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষাঃ টুইটারে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

E Zero Point

মতামত দিন