07/06/2023 : 8:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবাঁকুড়া

জলবন্দি পোস্ট অফিস, সমস্যায় গ্রাহকেরা

জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ১৮ জুন ২০২১:


টানা বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি থামার গন্ধ নেই। টানা বৃষ্টির ফলে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ১ নং অঞ্চলের পোস্ট অফিস জলবন্দী। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার গ্রাহকদের। এক গ্রাহক বলেন, কি করবো টাকার প্রয়োজন আসতেই হবে।

এক হাঁটু জল। সাপের ভয় তা সত্ত্বেও আসতে হচ্ছে।পোস্ট মাস্টার বলেন, পোষ্ট অফিসের পরিস্থিতি এতটাই খারাপ যে সামান্য জল হলে পোস্ট অফিসে জল ঢুকে যায় ।এর ফলে গ্রাহকদের সমস্যায় পড়তে হয়।

Related posts

জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বর্ধমানে ১৪, মেমারিতে ৫

E Zero Point

হাসপাতালে না গিয়ে ওঝার বাড়ি, সাপের কামড়ে মৃত্যু পূর্বস্থলীতে

E Zero Point

মেমারিতে পাঁচিল ও আলোর অভাবে বিঘ্নিত হাসপাতালের নিরাপত্তা

E Zero Point

মতামত দিন