জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ১৮ জুন ২০২১:
টানা বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি থামার গন্ধ নেই। টানা বৃষ্টির ফলে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ১ নং অঞ্চলের পোস্ট অফিস জলবন্দী। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার গ্রাহকদের। এক গ্রাহক বলেন, কি করবো টাকার প্রয়োজন আসতেই হবে।
এক হাঁটু জল। সাপের ভয় তা সত্ত্বেও আসতে হচ্ছে।পোস্ট মাস্টার বলেন, পোষ্ট অফিসের পরিস্থিতি এতটাই খারাপ যে সামান্য জল হলে পোস্ট অফিসে জল ঢুকে যায় ।এর ফলে গ্রাহকদের সমস্যায় পড়তে হয়।