জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৮ জুলাই ২০২১:
বুধবার সন্ধ্যায় বড়শুল কিশোর সংঘের “কিশোর মঞ্চে” শক্তিগড় থানার উদ্যোগে ও বড়শুল কিশোর সংঘের সহযোগিতায় “নারী সুরক্ষা অধিকার” শীর্ষক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয়া সুবর্ণা মজুমদার, সার্কেল ইন্সপেক্টর দেবনাথ সাধুখাঁ, শক্তিগড় থানার অফিসার ইন চার্জ কুনাল বিশ্বাস ও শক্তিগড় থানার সেকেন্ড অফিসার সেখ আবু ইউসুফ।
বর্তমান আধুনিক সমাজেও নারীদের পথে ঘাটে বিভিন্ন ধরনের হেনস্তার শিকার হতে হয়। এমনকি সোস্যাল মিডিয়াতে নারীদের সম্মানহানি করা হয়। এই সব অসামাজিক মানুষের হাত থেকে কিভাবে নারীরা সুরক্ষিত থাকবেন ও তাপ আইনি সহয়তা নিয়ে এই আলোচনার আয়োজন করা হয় বলে জানান বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ।