23/04/2024 : 8:04 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

প্রতিবাদ করায় সিআরপিএফ কর্মীকে বেধড়ক মারধোর

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৮ জুলাই ২০২১:


বেপরোয়া ভাবে বাইক চালানোর প্রতিবাদ করায় এক সিআরপিএফ কর্মীকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মানিকচকে। আহত ওই সিআরপিএফ কর্মীর নাম শশাঙ্ক ঘোষ (৩১)। তিনি মানিকচকের রামনগর এলাকার বাসিন্দা। এদিন মানিকচক বাস স্ট্যান্ডের কাছে রাস্তা পেরোনের সময় বেপরোয়া গতির একটি বাইক তাকে ধাক্কা মারে।

সেই ঘটনার প্রতিবাদ করলে ওই বাইক আরোহী যুবক সদলবলে তাকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকচক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুই যুবককে আটক করেছে মানিকচক থানার পুলিশ।

 

Related posts

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে মেমারির সমাজসেবীরা

E Zero Point

পথশ্রী অভিযানের রাস্তা শিলান্যাস সমুদ্রগড়ে

E Zero Point

দেবীপুরে বাউল ও লোকশিল্পী মিলন উৎসব

E Zero Point

মতামত দিন