25/04/2024 : 5:01 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কালনা,  ৮ জুলাই ২০২১:


বর্তমান পরিস্থিতিতে রক্তের চাহিদা একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে রক্ত যোগাড় করতে নাজেহাল রোগীর পরিবার। এই রক্ত সংকট মেটানোর উদ্দেশ্যে এদিন পূর্ব বর্ধমান জেলার কালনা ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সিঙ্গারকোন দলীয় অফিসের সভা কক্ষে সরকারি স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।


উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, ব্লক যুব সভাপতি পলাশ মন্ডল সহ অনান্য নেতৃত্ব বৃন্দ। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়। মহিলা পুরুষ মিলে মোট ১২০ জন স্বেচ্ছায় রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতাকে উৎসাহিত করতে রক্তদানের শেষে একটি করে গাছের চারা প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।

Related posts

রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

E Zero Point

চুরি যাওয়া বেশ কয়েকটি মোটর ভ্যান উদ্ধার করে ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ

E Zero Point

বাংলার কৃষকদের বিজেপিকে ভোট না দেওয়ার আবেদনঃ কিষাণ মোর্চা

E Zero Point

মতামত দিন