26/04/2024 : 6:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৮ জুলাই ২০২১:


উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলন তথা ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র জ্যোতি বসু। দেশের প্রখ্যাত বাম রাজনীতিক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ ১০৭তম জন্মদিবস। ১৯১৪ সালের ৮ জুলাই, আজকের দিনেই কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি৷

প্রাক্তণ মুখ্যমন্ত্রীর জন্ম দিবস সারা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। জননেতা স্মরণে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আলোচনা, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সারা রাজ্যের মত এদিন জননেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া  কমিটির পক্ষ থেকে মেমারি বামুন পাড়া মোড় চত্বরে। প্রথেম তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধায় স্মরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  পার্টি নেতা প্রশান্ত কুমার, বক্তব্য রাখেন কমরেড সনৎ ব্যানার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন সন্ধ্যা ভট্টাচার্য, পিযুষ বিশ্বাস, অশোক যশ  প্রমূখ।

Related posts

নিজেকে নিজেই বাঁচানোর নির্দ্দেশিকা পত্র বিলি কালনা পৌর এলাকায়

E Zero Point

পুজোর সময় নিয়ম মেনে গাড়ি চালান, সচেতনতা অভিযান বর্ধমানে

E Zero Point

বিশ্ব নবী দিবস পালনে মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মতামত দিন