25/04/2024 : 9:44 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ স্বপন-প্রহর


রুদ্র প্রসাদ


মনে পড়ে ফেলে আসা মধু মাখা দিন,
যখন সূর্য একা গোনে সচেতনে ঋণ।
ঘুরে-ফিরে ঘরে-দোরে লেগে কত বাস,
সদ্য ওঠা চিলেকোঠা ছাদে বারো মাস।

অবসরে পাতা উল্টে পড়েছিল রাত,
বই এখনো আছে খোলা নিরসনে জাত।
ঝেড়ে ফেলা পরাকাষ্ঠা ভারাক্রান্ত আজ,
ত্যক্ত পোশাক বুকে ধরে বাঁচে যেন লাজ।

সেই বারান্দার পর শূন্যতা নিয়ে কাঁদে সুখ,
সিঁড়ির জমা ধুলো বলে, ‘লুকিয়েছো মুখ?’
ছোঁয়াটুকুই সম্বল করে বেলা শেষের গান,
ভালো থাকার মিথ্যাচারে নিত্য অবাক স্নান।

স্পর্শসুধা মেখে দেখা মেটে যদি আশ,
অনুভবে আর ভাবনে বেহিসেবী লাশ।
মুহূর্তেরা হেসে ওঠে দেখে শতেক ভুল,
পাগলামি তো নিজের কাছে বিশ্বশ্রবা কূল।

মণিকোঠায় বসত গড়ে আকুলতাই সার,
এলে খবর যেতেই হবে হ’য়ে নদী পার।
স্মৃতির পটে তবু কেন পড়ে তপ্ত শ্বাস,
অচিনপুরে আলগোছে হায় বিরহিত ভাষ।

ঠোঁটে-গালে মাখা স্বাদে আত্মমগ্ন রাত,
মুঠোয় ধরা সঙ্গোপনে ভালোবাসার হাত।
শিথিলতার শিহরণে স্বপ্নে সাজুক রণ,
পরিশেষে স্পন্দন পুলক ভরে থাকুক ক্ষণ।। ♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

কবিতা সন্ধ্যার ৪৫৫ তম মাসিক সাহিত্য সভা বোলপুরে

E Zero Point

জিরো পয়েন্ট লিটল ম্যাগাজিন

E Zero Point

দৈনিক কবিতাঃ মেঘলাযাপন

E Zero Point

মতামত দিন