23/04/2024 : 3:20 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ প্রথম কদম


 শিবানী ঘোষ


বাদল বাতাস সুরভিত
প্রথম কদম ফুলে;
ঝিরি ঝিরি বৃষ্টিতে
হৃদয় আমার দোলে।

কদম তলে কদম কেশর
ঢেকে রাখে পথ;
ও পথ দিয়েই আসবে জানি
আমার প্রিয়র রথ।

প্রিয় যখন ডাকবে আমায়
চেনা নামটি ধরে;
মিলবো আমি প্রিয়র সাথে
স্বপ্ন চোখে ভরে।

সকাল দুপুর বিকেলবেলা
চলবে কথার মেলা;
কথা সারা হলেই আবার
মন খারাপের পালা।

বিদায় বেলায় দেবে আমায়
কদম গুচ্ছ খানি;
করবীতে পড়িয়ে দেবে
কিছু কদম জানি।

কদম ফুলের গন্ধখানি
হৃদয় খানি ভরে;
রাখবো আমি সাথে করে
সারা জীবন ধরে।।♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Related posts

দৈনিক কবিতাঃ অয়নের আত্মকথা

E Zero Point

দৈনিক কবিতাঃ তোমার বিরহে

E Zero Point

দৈনিক কবিতাঃ ফিরো এলো করোনা – মিরাজুল সেখ

E Zero Point

মতামত দিন